insta logo
Loading ...
×

পুরুলিয়ার আরও ৩ স্কুলের ১৭ পড়ুয়ার ট্যাবের টাকার বেনিয়ম

পুরুলিয়ার আরও ৩ স্কুলের ১৭ পড়ুয়ার ট্যাবের টাকার বেনিয়ম

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: ট্যাব কেলেঙ্কারির জাল আরও বিস্তৃত পুরুলিয়ায়। ক্রমেই জটিল হচ্ছে ‘তরুনের স্বপ্ন’ নামে এই প্রকল্পের ট্যাব কেলেঙ্কারি। নতুন করে পুরুলিয়ার আরও তিনটি স্কুলের ১৭ জন পড়ুয়ার ট্যাবের টাকা অন্যের একাউন্টে চলে গিয়েছে বলে অভিযোগ। এই ঘটনা নিয়ে জেলার মোট ৭ টি স্কুলের ৩৯ জন পড়ুয়ার টাকা নয়ছয় হয়েছে বলে ওই স্কুলগুলি সূত্রে জানা গিয়েছে। রবিবার বোরো, বান্দোয়ান, বলরামপুর থানায় পৃথক পৃথক তিনটি মামলা রুজু করেছে পুলিশ। ওই তিন থানা
এলাকার ওই স্কুল গুলির প্রধান শিক্ষক, শিক্ষিকা ও টিচার ইন চার্জরা এই অভিযোগ করেন। তাঁদের অভিযোগের ভিত্তিতেই ওই মামলা বলে পুরুলিয়া জেলা পুলিশ জানিয়েছে।

বলরামপুরের দড়দা খেলু হেমব্রম হাইস্কুলের ১১ জন পড়ুয়ার ট্যাবের ১০ হাজার করে টাকা অন্য ব্যাঙ্ক একাউন্টে জমা পড়েছে বলে অভিযোগ। এছাড়া বান্দোয়ান থানার বান্দোয়ান ঋষি নিবারণ চন্দ্র বিদ্যাপীঠের ৩ পড়ুয়ার টাকা অন্য একাউন্টে গিয়েছে। বোরো থানার গোলাপাড়া রঘুনাথ হাই স্কুলের ২ জন পড়ুয়ার টাকাও অন্য একাউন্টে চলে যায় বলে অভিযোগ।

Post Comment