insta logo
Loading ...

১৫০তম জন্মদিবসে ‘ধরতি আবা’ বিরসা মুন্ডার মূর্তি অযোধ্যায়

১৫০তম জন্মদিবসে ‘ধরতি আবা’ বিরসা মুন্ডার মূর্তি অযোধ্যায়

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:

মহা সমারোহে মুণ্ডা বিদ্রোহের অমর সেনানী বিরসা মুন্ডার ১৫০ তম জন্মবার্ষিকী পালিত হলো জঙ্গলমহল পুরুলিয়ায়। মূল অনুষ্ঠানটি হয় আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে পুরুলিয়া জেলার পুঞ্চায়। অন্যদিকে নজর কাড়ে রাজ্য পর্যটন দপ্তরের লিজ প্রাপ্ত পর্যটন প্রকল্প কুশল পল্লীর উদ্যোগে অযোধ্যা হিলটপে বিরসা মুন্ডার জন্মবার্ষিকী অনুষ্ঠান।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য ও সরবরাহ বিভাগের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডি, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো, পদ্মশ্রী দুখু মাঝি, পর্যটন প্রকল্পের ম্যানেজিং ডিরেক্টর নরেশ আগারওয়াল প্রমুখ। অনুষ্ঠানে লোকনৃত্যর উপস্থাপন নজর কেড়েছিল সকলের। মুন্ডারী নৃত্যের মাধ্যমে বিরসা মুন্ডার জীবন ও সংগ্রামের কাহিনি তুলে ধরা হয়।


আয়োজিত হয় আদিবাসী নৃত্য প্রতিযোগিতা। পাশাপাশি বিরসা মুন্ডা বিষয়ে বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। নানান সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও অযোধ্যা পাহাড়ের মানুষজনদের হাতে কম্বল বিতরণ করা হয় ওই পর্যটন প্রকল্পের তরফে। সেই সঙ্গে আয়োজিত হয় পংক্তি ভোজন। কুশল পল্লীতে ‘ধরতি আবা’ বিরসা মুন্ডার মূর্তির উদ্বোধন করা হয় এদিন ।
অন্যদিকে ঝালদার হাটতলায় আদিবাসী ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতির অনুষ্ঠানও চোখ টানে। ওই অনুষ্ঠানে ছৌ নাচ সহ পুরুলিয়ার নানান লোকশিল্প তুলে ধরা হয়। আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে পুঞ্চার অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানি টুডু। ওই অনুষ্ঠানে ছিলেন সভাধিপতি নিবেদিতা মাহাতো, সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, জেলাশাসক রজত নন্দা, পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ও আদিবাসী নেতা গুরুপদ টুডু প্রমুখ।

Post Comment