অমরেশ দত্ত, মানবাজার:
ডায়রিয়ার আতঙ্কে ভুগছে মানবাজার ১নং ব্লকের জিতুজুড়ি গ্রাম পঞ্চায়েতের জিতুজুড়ি গ্রাম। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার মানবাজার ব্লক স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে একটি টিম পাঠানো হয় এবং স্থানীয়দের সহযোগিতায় আশা কর্মী ও স্বাস্থ্য কর্মীদের নিয়ে জিতুজুড়ি কালিন্দী পাড়াতে হেলথ ক্যাম্পের ব্যবস্থা করা হয়। এদিন উপস্থিত ছিলেন মানবাজার ১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাশীষ ধর, মানবাজার ১ নং ব্লক স্বাস্থ্য অধিকারিক জিৎ সরকার সহ অন্যান্য অধিকারিকরা। মানবাজার ১ নং ব্লক স্বাস্থ্য অধিকারিক ডা. জিৎ সরকার বলেন , ডায়রিয়া বৃদ্ধি হয় মূলত জল থেকে। তাই পরিষ্কার জল খাওয়া উচিত। বাইরের খাবার যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত। কারণ সেই সমস্ত খাবার বেশিরভাগ ক্ষেত্রেই ঢাকা দেওয়া থাকে না। তাই মশা মাছির উপদ্রব বাড়ে। বাইরের খাবার না খাওয়াই উচিত এই সময়। পুকুরের জলকে সম্পূর্ণভাবে এড়িয়ে যাওয়া উচিত। কারণ পুকুরের জলেই গবাদি পশুদের স্নান করানো হয়। সেই জলই মানুষ ব্যবহার করে। তাই এই জল থেকে ডায়রিয়া ছড়াতে পারে। সেদিকেও নজর রাখা উচিত।
ডায়রিয়ার প্রকোপ বাড়ছে দেখে চিন্তার ভাঁজ জেলা স্বাস্থ্য দপ্তরের কপালে। ডায়রিয়া যাতে বৃদ্ধি না পায় তার জন্য সমস্ত দিক থেকে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Post Comment