নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: বেআইনি মদের বিরুদ্ধে পুরুলিয়া ১ ব্লকের গাড়াফুসড়তে ফের প্রতিবাদ মহিলাদের। সোমবার ব্যানার নিয়ে মহিলারা বেআইনি মদের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। কয়েকদিন ধরেই তাদের আন্দোলন চলছে। তাদের স্লোগান একটাই, মাতাল হাটাও, মহিলাদের সম্মান বাঁচাও। সম্প্রতি তারা ওই গ্রামে কাড়া লড়াই চলাকালীন সেখানে থাকা অস্থায়ী মদের ঠেক ভেঙে দেন। লাঠি-সোঠা নিয়ে তাদের বেআইনি মদের বিরুদ্ধে অভিযান চলে। আসলে এই মদের ঠেকের কারণেই পুরুষরা কার্যত সর্বস্বান্ত হয়ে যাচ্ছেন। সারাক্ষণ মদের নেশাতেই ডুবে থাকছেন বলে অভিযোগ। সাংসারিক খরচ কোন দিতে পারছেন না। ফলে দাম্পত্য কলহ ধারাবাহিকভাবে চলছে। তাই বেআইনি মদের বিরুদ্ধে গ্রামের মানুষজন পথে নামেন। তাদের ব্যানারে লেখা রয়েছে, গ্রামে গ্রামে অবৈধ মদ বিক্রি, মদ খেয়ে মাতলামি ও মদের কারণে পরিবারে মহিলাদের উপর নির্যাতন বন্ধের দাবিতে তাদের এই কর্মসূচি। জেলার একাধিক ব্লকে বেআইনি মদের বিরুদ্ধে আন্দোলন চলছে।

Post Comment