নিজস্ব প্রতিনিধি, মানবাজার: সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে গত সোমবার অবসরপ্রাপ্ত শিক্ষক তাপস প্রামানিককে বিদায় জানালো মানবাজার ১নং চক্রের শিক্ষক-শিক্ষিকারা। ওই দিন বিশরি অঞ্চলের প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাদের উদ্যেগে মানবাজার পাথরমহড়া রাধাগোবিন্দ হলে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাপসবাবু জানান, “আমি শিক্ষার্থীদের সব সময় পড়াশোনার প্রতি উদ্বুদ্ধ করেছি। আগামী দিনে শুধুমাত্র ভালো শিক্ষার্থী হিসাবেই নয়। সেই সঙ্গে ভালো মানুষ হয়ে উঠুক। এই স্কুলের নাম উজ্জ্বল করুক এটাই আমি আন্তরিকভাবে কামনা করি।” শিক্ষক সঞ্জিত রজক বলেন, “তাপসবাবু আমাদের আদর্শ, উনি ভালো থাকুন। সুস্থ থাকুন।” পাশাপাশি উপস্থিত শিক্ষক- শিক্ষিকাদের ধন্যবাদ জানান তিনি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষিকারা সহ বহু গুণীজন মানুষ।

Post Comment