প্রতারকদের ভয়ংকর ফাঁদ
নিজস্ব প্রতিনিধি, জয়পুর :
গভীর রাতে ফোনে এলো ভিডিও কল। ওপারে এক তন্বী নগ্ন হয়ে রয়েছেন। রাত কাটল স্বপ্নে বাস্তবে। আর কঠোর বাস্তব শুরু হলো ঠিক পরদিন সকালে। ওই যুবকের মোবাইলে একটি অচেনা নম্বর থেকে একটি ফোন আসে। নিজেকে আইপিএস অফিসার পরিচয় দিয়ে ওপারের ব্যক্তির তরফ থেকে জানানো হয় যে তাদের নগ্ন ভিডিওর কল রেকর্ড করে রাখা আছে। আপলোড হয়ে গেছে ইউটিউবে। তাকে দেওয়া হয় এক ইউটিউবারের ফোন নম্বর। ওই যুবককে বলা হয় সেই ইউটিউবারকে ফোন করে ভিডিওটি ডিলিট করানো হোক। নইলে তার বিরুদ্ধে মামলা করা হবে। ঘাবড়ে যাওয়া যুবককে এরপর ক্রমাগত ব্ল্যাকমেল করে হাতিয়ে নেওয়া হল ১ লক্ষ ৮০ হাজার টাকা।
প্রতারণার এমন এক নতুন পন্থায় অভিযোগ দায়ের হয়েছে পুরুলিয়া জেলার জয়পুর থানায়। পুলিশ সূত্রে জানা গেছে জয়পুর থানা এলাকার অভিযোগকারী ওই যুবকের হোয়াটসঅ্যাপে ১৮ সেপ্টেম্বর রাতে একটি অচেনা নম্বর থেকে ভিডিও কল আসে। ওই কল রিসিভ করার পরে তিনি দেখেন একটি মহিলা বিবস্ত্র অবস্থায় আছে। কথাবার্তা হয়। আর তারপরই প্রতারকদের ফাঁদে পড়েন তিনি। চাঞ্চল্যকর এই ঘটনায় রবিবার জয়পুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রতারিত ওই যুবক। পুলিশ জানিয়েছে এই ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে।










Post Comment