insta logo
Loading ...
×

দুর্ঘটনাস্থলে সুরাহা দিতে গিয়ে দুর্ঘটনার-ই বলি সিভিক, আনাড়ায় বেপরোয়া সরকারি বাস প্রাণ কাড়লো ২ জনের

দুর্ঘটনাস্থলে সুরাহা দিতে গিয়ে দুর্ঘটনার-ই বলি সিভিক, আনাড়ায় বেপরোয়া সরকারি বাস প্রাণ কাড়লো ২ জনের

সম্রাট নাগ ও বিশ্বজিৎ সিং সর্দার, আনাড়া:

বেপরোয়া সরকারি বাস রাজ্য সড়কে দুজনকে পিষে দিয়ে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল বাড়িতে। সোমবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ পুরুলিয়া- বরাকর রাজ্য সড়কে পাড়া থানার আনাড়া ফাঁড়ির অন্তর্গত চাপুড়ি রেল গেটের কাছে দশারডি গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। জখম হয় ২০ জন। তারমধ্যে ১১ জনের অবস্থা গুরুতর। জখম সকলদের চিকিৎসা চলছে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। পুলিশ ঘাতক সরকারি বাসের চালককে আটক করেছে।

দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পুরুলিয়া ডিপোর বাসটি কলকাতা থেকে পুরুলিয়া যাচ্ছিল। সেই সময় দ্রুতগতিতে থাকা ওই বেপরোয়া বাস প্রথমে একটি পুলিশ ভ্যান ও তারপর মোটরবাইকে থাকা এক সিভিক ভলান্টিয়ারকে ধাক্কা মেরে হুড়মুড়িয়ে একটি বাড়িতে ঢুকে পড়ে। ঘটনাস্থলে মারা যান আনাড়া ফাঁড়িতে কর্মরত প্রশান্ত গড়াই (২৬) নামে এক সিভিক ভলান্টিয়ার। তার বাড়ি পাড়া থানার ভাগাবাঁধ গ্রামে। মৃত আরেক জনের নাম দেবাশীষ সরাগ (৪৫)। তিনি পেশায় রেল কর্মী। দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের আনাড়াতেই কর্মরত ছিলেন তিনি। ওই রেল কর্মী গাড়ির তলায় চাপা পড়ে গিয়েছিলেন। স্থানীয় মানুষজনের সাহায্যে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এই উদ্ধারকার্যে মাটি কাটার যন্ত্র নিয়ে আসতে হয়। সরকারি বাসটি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে যান রঘুনাথপুর এসডিপিও রোহিদ শেখ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আনাড়া ফাঁড়ি এলাকায় একটি মোটর বাইকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের রেসপন্স টিম ও ওই সিভিক ভলান্টিয়ার দুর্ঘটনাস্থলে যান। আর সেখানেই দুর্ঘটনার বলি হন ওই সিভিক ভলান্টিয়ার।

দেখুন ভিডিও :-

Post Comment