insta logo
Loading ...
×

আইনজীবির বাড়িতে চড়াও পড়শি, ধৃত ১

আইনজীবির বাড়িতে চড়াও পড়শি, ধৃত ১

নিজস্ব প্রতিনিধি , আদ্রা: আইনের লড়াই লড়েন আইনজীবিরা। এবার সেই আইনজীবির বাড়িতেই চড়াও প্রতিবেশী। এখানেই শেষ নয়। মারধর করে আইনজীবির বাবাকেও। তবে এই ঘটনায় গ্রেফতার ওই পড়শি। ঘটনা আদ্রা থানার বেকোতে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে , ধৃত ওই পড়শির নাম মদন বাউরি। তার বাড়ি আদ্রা থানার বেকো গ্রামে। শনিবার ধৃতকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। শুক্রবার আইনজীবি
জয়ন্তকুমার বাউরির বাড়িতে চড়াও হয় পড়শি মদন বাউরি । এরপর আইনজীবির বাবা সাধু বাউরিকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। এর ফলে রক্তাক্ত জখম হন সাধু বাউরি। ইতিমধ্যেই অভিযুক্ত মদন বাউরি ও তার ভাই পাণ্ডবেশ্বর বাউরির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আইনজীবি জয়ন্তকুমার বাউরি। এরই প্রেক্ষিতে আদ্রা থানার পুলিশ একটি মামলা রুজু করেছে মদন বাউরির বিরুদ্ধে। কি কারনে এই ঘটনা তার তদন্ত শুরু করেছে আদ্রা থানার পুলিশ।

Post Comment