insta logo
Loading ...

মোবাইলে লিংক স্পর্শ করে জওয়ান পড়ল প্রতারকদের ফাঁদে

মোবাইলে লিংক স্পর্শ করে জওয়ান পড়ল প্রতারকদের ফাঁদে

অমরেশ দত্ত ,কেন্দা :

ফের হামলা সাইবার গ্যাংয়ের। এবার হামলার শিকার ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ান। না অপারেশনে কোনও নতুনত্ব ছিল না। মোবাইলে এসেছে অচেনা লিংক। আর সেই লিংকে ক্লিক করতেই একটি নয়, দুটি ব্যাংক অ্যাকাউন্ট মুহূর্তে ফাঁকা করে দিল হামলাকারীরা। বন্দুক হাতে সীমানায় দাঁড়িয়ে শত্রুপক্ষের হামলা সামলান যে জওয়ান, সেই জওয়ান কার্যত অসহায় এই সাইবার মেঘের আড়ালে থাকা মেঘনাদদের সামনে।
ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার কেন্দা থানার মাঠা গ্রামে। বৃহস্পতিবার থানায় অভিযোগ দায়ের করেছেন ওই জওয়ানের দাদা। পুলিশ জানিয়েছে অভিযোগের তদন্ত চলছে। জানা গিয়েছে গত অক্টোবর মাসে ছুটি নিয়ে বাড়িতে এসেছিলেন মাঠা গ্রামের বাসিন্দা কার্তিক মাহাতো। তার দাদা রাহুল মাহাতো পুলিশকে জানিয়েছেন, গত ৭ অক্টোবর তার ভাইয়ের হোয়াটসঅ্যাপে একটি লিংক আসে। আর ভুলবশতঃ ওই লিংকে ক্লিক করে বসেন তার ভাই। ভাগ্যের ফেরে পরের দিনই তার ভাইয়ের মোবাইল ফোনটি হারিয়ে যায়। আর সেইদিনই তিনি ব্যাংকে টাকা তুলতে দিয়ে দেখেন তার অ্যাকাউন্টের টাকা হাপিশ। তিনি দুটো ব্যাংক অ্যাকাউন্টেরই স্টেটমেন্ট বের করেন। জানা যায় দুষ্কৃতিরা ওই জওয়ানের একটি অ্যাকাউন্ট থেকে দু লাখ এবং অন্যটি থেকে ৯১ হাজার টাকা অর্থাৎ মোট ২ লাখ ৯১ হাজার টাকা হাতিয়ে নিয়েছে।
পুরুলিয়া জেলাতেও ক্রমাগত বাড়ছে জামতাড়া গ্যাংয়ের হামলা। প্রশ্ন উঠছে, এই জেলাতেও শাখা খুলে ফেলেনি তো ভারত কুখ্যাত এই গ্যাং?

Post Comment