অমরেশ দত্ত, মানবাজার: ডানা ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। ক্ষতিগ্রস্ত হয়েছে জেলা পুরুলিয়ার চাষীরাও। বিশেষ করে যারা ধান চাষী তাদের অনেকটাই ক্ষতির মুখে পড়তে হয়েছে। ডানা ঘূর্ণিঝড়ের ফলে ক্ষতিগ্রস্ত ধানের জমি গুলি পরিদর্শন করে দেখেন মানবাজার ২ নং ব্লক সহ কৃষি অধিকর্তা। বুধবার বিকেলে কৃষি আধিকারিক অর্ঘ চট্টোপাধ্যায় মানবাজার ২ নং ব্লকের দিঘি অঞ্চলের দুন্দলু গ্রামে ক্ষতিগ্রস্ত জমিগুলির পরিদর্শনে যান। ধান কাটার সময় ডানার প্রভাবে যে জমি গুলির ধান একেবারেই নষ্ট হয়ে গিয়েছিল সেই সমস্ত জমিগুলি পরিদর্শন করেন তিনি। কৃষকদের পাশে দাঁড়াতে উদ্যোগ নিচ্ছে কৃষি দপ্তর।
Post Comment