নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: এক বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। গত মঙ্গলবার রাতে পুরুলিয়া মফস্বল থানার পাঁড়েডি গ্রামে নিজের বাড়ি থেকেই ওই বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। ঘরের কড়ি কাঠে গলায় দড়ির ফাঁস লাগানো অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়। এই দৃশ্য দেখে বাড়ির লোকজন ওই বৃদ্ধকে দ্রুত দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা ওই বৃদ্ধকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় পুরুলিয়া মফস্বল থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।
Post Comment