নিজস্ব প্রতিনিধি , নিতুড়িয়া: ধান তোলা হয়ে গেলে দ্রুত খেত সাফ করতে কী করেন চাষিরা? পুড়িয়ে দেন অবশিষ্ট খড়। এবার রাজ্যের পরিবেশ দপ্তর সরাসরি বিজ্ঞপ্তি জারি করে ধানখেতের অবশিষ্টাংশ খড় ও নাড়া পোড়ানো আইনত নিষিদ্ধ বলে ঘোষণা করেছে। সেই বিজ্ঞপ্তিকে মান্যতা দিয়ে পুরুলিয়ার নিতুড়িয়া ব্লকে বুধবার ফসল অবশিষ্টাংশ পোড়ানো প্রতিরোধী দিবস পালন করা হলো। উপস্থিত ছিলেন নিতুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তিভূষণ প্রসাদ যাদব, বিডিও প্রবীরকুমার সিনহা সহ অন্যান্যরা। এদিন সকালে একটি পদযাত্রায় অংশগ্রহণ করেন তারা। নিতুড়িয়া ব্লক প্রাঙ্গণ থেকে শুরু হওয়া পদযাত্রা শেষ হয়নিতুড়িয়া কিষান মান্ডিতে। ব্লকের সহ-কৃষি অধিকর্তা পরিমল বর্মন বলেন, ” বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম এবং সমগ্র জীবজগতের কথা ভেবে দূষণমুক্ত পরিবেশ বজায় রাখতে আমাদের সকলের মিলিত উদ্যোগে খড় ও নাড়া পোড়ানো বন্ধ রাখতে হবে। না পুড়িয়ে সেই অবশিষ্ট অংশ পরিবেশ বান্ধব উপায়ে এবং লাভজনকভাবে ব্যবহার করার আহ্বান জানাচ্ছি।” এদিন নিতুড়িয়া ব্লকের ১৫০ জন কৃষক বন্ধুকে খড় পোড়ানোর ক্ষতিকর দিকগুলো বোঝানো হয়। বাঘমারার কৃষক বিনয় সরেন, চাকলতাবাড়ীর কৃষক আশীষ মন্ডল, বাবুসিং সরেন বলেন, ” আলোচনা সভা থেকে জানলাম ফসলের অবশিষ্টাংশ পোড়ালে কী কী ক্ষতি হতে পারে। আমরা নিজেরা তো পোড়াবোই না, অন্যদেরও বলবো এর ক্ষতিকর দিকের কথা।”
Post Comment