insta logo
Loading ...
×

নদীর বুকে সেতু গড়ে পড়ুয়া বান্ধব আনন্দমার্গীরা

নদীর বুকে সেতু গড়ে পড়ুয়া বান্ধব আনন্দমার্গীরা

নিজস্ব প্রতিনিধি, কোটশিলা : কুন্তি নদী হড়কা বানে বাধা গড়ে দেয়। সেই বিপদসংকুল নদী পেরিয়ে যাতায়াত করতে হয় পড়ুয়াদের। না গ্রাম পঞ্চায়েত না পঞ্চায়েত সমিতি না জেলা পরিষদ নদীর ওপর কালভার্ট গড়ে দেয়নি কেউ। তাই স্কুল পড়ুয়াদের সুবিধার্থে কোটশিলা থানার বাঁশগড়ে আনন্দমার্গ প্রচারক সংঘ সিমেন্টের স্থায়ী সেতু তৈরি করে দিল। সেতু নির্মাণ করতে আনন্দমার্গ প্রচারক সংঘের ফার্ম বিভাগ খরচ করেছে প্রায় ২ লাখ টাকা। নির্জন বাঁশগড়ে আনন্দমার্গ কৃষি ফার্মের পাশে ভেঙ্কটেশ্বরানন্দ ডিহির আনন্দমার্গ প্রাথমিক বিদ্যালয়ে কমলাপুর, সিধাটাড় ও উড়ুসড়াম গ্রামের শিশুরা পড়তে আসে। কিন্তু কুন্তি নদীতে হড়কা বান এলে তাদের প্রাণের ঝুঁকি নিয়ে পার হতে হয় নদী। সমস্যা বাড়ে বর্ষায়। তাদের সেই সংকট দূর করতে আনন্দমার্গ প্রচারক সংঘ সিমেন্টের ওই সেতু নির্মাণ করে দিল। আনন্দমার্গ প্রচারক সংঘের আনন্দনগরের রেক্টর মাস্টার আচার্য নারায়নান্দ অবধূত বলেন, “আমাদের ওই বিদ্যালয়ের পড়ুয়ারা খুব সমস্যায় পড়ছিল। তাদের কথা ভেবেই আমরা সিমেন্টের সেতু নির্মাণ করে দিয়েছি।”

এই বাঁশগড়েই ছিল জমিদার জগদীশ তেওয়ারির আবাস। ২০০২ সালের ২৬ নভেম্বর তাকে এমসিসিরা তাঁকে নিজের বাড়িতে হাঁড়িকাঠে বলি দিয়ে হত্যা করে। সেইসময়ও ওই এলাকায় তেওয়ারিদের বাড়ি ছাড়া এলাকা ছিল শুনশান। এখন তেওয়ারি পরিবার ওই বাড়ি আনন্দমার্গ প্রচারক সংঘকে বিক্রি করে দেওয়ার পরও ওই এলাকা নির্জন। বিদ্যালয়ের পড়ুয়াদের কথা ভেবে আনন্দমার্গের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মানুষ।

Post Comment