নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: কাড়া লড়াই-র স্থলে মদের ঠেক ভেঙে দিলেন প্রমীলা বাহিনীরা। সোমবার পুরুলিয়া ১ নম্বর ব্লকের গাড়াফুসড় গ্রামে কাড়া লড়াই-র আসর বসেছিল। সেই আসরেই লাগোয়া অস্থায়ী মদের ঠেক থেকে বিক্রি হচ্ছিল মদ। এই খবর জানতে পেরেই ওই এলাকার মহিলারা লাঠি নিয়ে বেআইনি মদের বিরুদ্ধে সরব হন। ওখানে থাকা দুটি ঠেক ভেঙে দেন।
ফি বছর পুরুলিয়া সহ সাবেক মানভূমে কাড়া লড়াই দেখতে ভিড় জমান প্রচুর মানুষ। লড়াইয়ের আসরে বিক্রি হয় চোলাই মদ বলে অভিযোগ। সেই মদ খেয়ে বাড়িতে গিয়ে অশান্তি করে পুরুষেরা। ‘বাঁদনা’ পরব উপলক্ষ্যে পুরুলিয়া ১ নম্বর ব্লকের গাড়াফুসড় গ্রামে বসেছিল কাড়া লড়াইয়ের আসর। সেই আসরেই প্রায় ১০০ জন প্রমীলা বাহিনী গিয়ে দুটি চোলাই মদের ঠেক ভেঙ্গে দেন। প্রসঙ্গত কয়েক দিন আগে এই প্রমীলা বাহিনী “মদ হটাও,মাতাল হটাও, মহিলাদের সম্মান বাঁচান”এই স্লোগান সামনে রেখে প্ল্যাকার্ড ও ব্যানার হাতে ওই এলাকার পাড়ায় পাড়ায় গিয়ে মিছিল করে। বিক্ষোভ দেখিয়ে ছিল গ্রামের ঠেক গুলোতে।এলাকায় পুরোপুরি ভাবে মদের ঠেক যাতে বন্ধ হয়,তার জন্য নিয়মিত অভিযান চলবে বলে জানান প্রমীলা বাহিনীর সদস্য সুনীতা মাহাত, অষ্টমী মাহাতরা। মহিলাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ।











Post Comment