insta logo
Loading ...
×

ব্যাংকের গোপন তথ্য ফাঁস? জামতাড়া গ্যাং-এর শিকার এক বিধবা

ব্যাংকের গোপন তথ্য ফাঁস? জামতাড়া গ্যাং-এর শিকার এক বিধবা

নিজস্ব প্রতিনিধি , রঘুনাথপুর : জামতাড়া গ্যাংয়ের শিকার বৃদ্ধা।ব্যাংক কর্মী পরিচয়ে সরল বিশ্বাসে প্রতারকদের ওটিপি দিয়ে ফেলেছিলেন বিধবা বৃদ্ধা। মুহূর্তে হাপিশ প্রায় তিন লাখ টাকা। বিধবা বৃদ্ধা পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরের ২ নম্বর ওয়ার্ডের তাঁতিপাড়ার বাসিন্দা মালবিকা সাঁই। বছর ৬৩ র ওই বিধবা বৃদ্ধা পুরুলিয়া সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে ব্যাংকের নথি খতিয়ে দেখা হচ্ছে।
রহস্য অন্যত্র। স্থানীয় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে স্বামীর ও বৃদ্ধার একটি জয়েন্ট একাউন্ট ছিল। মাদ তিনেক আগে মারা যান তাঁর স্বামী। ওই একাউন্টের টাকা অন্য একাউন্টে রাখতে চেয়েছিলেন বৃদ্ধা। সেই মোতাবেক ওই ব্যাংকে যোগাযোগও করেছিলেন। এর পরেই কাহানিমে ট্যুইস্ট। একটি অচেনা নম্বরে তার কাছে ফোন আসে। ব্যাংকের প্রতিনিধি পরিচয় দিয়ে ফোনের ব্যাক্তি তাকে জানায় যে সে ওই টাকা নতুন একাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। একথা সরল মনে বিশ্বাস করে বিপদে পড়ে যান ওই বৃদ্ধা। ওটিপি ওই ব্যাক্তিকে দেওয়ার পরই একটি একাউন্ট থেকে আড়াই লাখ এবং অন্য একাউন্ট থেকে ২৪ হাজার ৯৯৯ টাকা তুলে নেওয়া হয়। সাইবার ক্রাইম থানার সন্দেহ একাউন্ট ট্রান্সফারের মতো ব্যাংকের গোপন কথা কীভাবে প্রতারকের কাছে পৌঁছালো? তাহলে কি এই প্রতারণার সঙ্গে ওই ব্যাংকের কোনো কর্মী যুক্ত ! তদন্ত শুরু করেছে পুরুলিয়া সাইবার থানা।

Post Comment