insta logo
Loading ...
×

অন্নকূট মহোৎসব রাজনোওয়াগড়ে

নিজস্ব প্রতিনিধি, কেন্দা: অন্নকূট উৎসব হলো পুঞ্চা ব্লকের কেন্দা থানার রাজনোওয়াগড়
রাজপরিবারে। গোবর্ধন পুজো উপলক্ষে অনুষ্ঠিত হল অন্নকূট মহোৎসব। এই অন্নকূট উৎসবে অসংখ্য ভক্তের সমাবেশ দেখা যায় মন্দির প্রাঙ্গনে। মূলত কালীপূজার পরে প্রতিপদের দিন এই উৎসব সাড়ম্বরে উদযাপন করেন রাজপরিবারের সদস্যরা। হয় প্রসাদ বিতরণ। এই উৎসবে এলাকার সর্বস্তরের মানুষজন অংশগ্রহণ করেন।
রাজপরিবারের সদস্য বসন্তলাল সিংহ দেও জানান, “আমাদের পূর্বপুরুষ কোন এক সময় তীর্থ করতে বৃন্দাবন গিয়েছিলেন। সেখানে অন্নকূট মহোৎসব দেখে এখানে চালু করেন।উৎসবের দিন প্রসাদ বিতরণ হয়। রাজপরিবারের সদস্যরা সহ প্রচুর মানুষের সমাগম হয়।”

Post Comment