অমরেশ দত্ত, মানবাজার: কথায় বলে বাঘে ছুঁলে আঠারো ঘা, আর পুলিশে ছুঁলে ছত্রিশ। ভীতি নেই আর সেই প্রবাদের। থানার ভেতর হাজার হাজার লোক! ব্যাপার কী! ব্যাপার আর কিছুই না। মানবাজারে কালীপূজা উপলক্ষে আয়োজিত হল নরনারায়ণ সেবা ও প্রসাদ বিতরণ। আজ শুক্রবার মানবাজার থানা সর্বজনীন কালী পূজা কমিটির উদ্যোগে প্রতি বছরের মতো এ বছরও মানবাজার থানা প্রাঙ্গনে নরনারায়ণ সেবার আয়োজন করা হল। এবারে আলোকসজ্জায় সেজে উঠেছে থানার কালী মন্দির প্রাঙ্গন। পাশাপাশি রীতি মেনে কালী পূজোর পরেরদিন পর নর নারায়ণ সেবার আয়োজন করা হয়। নরনারায়ণ সেবা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন হাজার হাজার মানুষ। এদিন মানবাজার শহর সহ পার্শ্ববর্তী গ্রামগুলির বাসিন্দারা সামিল হয়েছিলেন দেবীর ভোগ গ্রহণ করতে।
Post Comment