insta logo
Loading ...
×

আলোর রাতে দুর্ঘটনা ঢাকলো আঁধারে

আলোর রাতে দুর্ঘটনা ঢাকলো আঁধারে

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর : অতিরিক্ত গতি আর লাগমহীন জীবন উৎসবের রাতে ডাকল দুর্ঘটনা। আলোর রাত স্বজন হারানোর বেদনায় আঁধার হয়ে গেল। বলরামপুরের সরাই ময়দানের কাছে দুটি বাইকের মুখোমুখি সংঘাত ডেকে আনল মৃত্যু। মৃতের নাম বিদ্যুৎ রজক(৩৫)। তিনি বলরামপুর থানায় কর্মরত সিভিক ভলেন্টিয়ার।তার বাড়ি বলরামপুর থানার কানা গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে মধ্য রাতে বলরামপুর থানার হোমগার্ড কিরিটি কুমার ও সিভিক ভলেন্টিয়ার বিদ্যুৎ রজক একটি বাইকে চেপে চকবাজারের দিকে যাচ্ছিলেন। উলটো দিক থেকে আসা বলরামপুরেরই বাসিন্দা অপূর্ব মাঝির বাইক তাদের সজোরে ধাক্কা মারে। প্রথমে বাঁশগড় গ্রামীণ হাসপাতালে ও পরে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজে তাদের নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিদ্যুৎ রজককে নিহত বলে ঘোষণা করেন। কিরিটি কুমার সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। অন্যদিকে টাটা মেইন হসপিটালে অপূর্ব মাঝিকে ভর্তি করা হয়েছে।

Post Comment