অমরেশ দত্ত,মানবাজার: সময়টা নেহাৎ কম নয়। সাড়ে তিনশ বছর। আজও সমান আবেগ মানবাজার ধীবর পরিবারের শ্যামা কালীর পুজো ঘিরে। প্রায় ৩৫০ বছরের প্রাচীন মন্দিরে এখনও জাঁকজমক করে আড়ম্বরের সঙ্গে পূজিতা হন মা কালী। মা এখানে মৃন্ময়ী নন, শ্যামা কালী রূপে কংক্রিটের প্রতিমায় মা পূজিতা। রয়েছে পাঁঠা বলির প্রথা। জানা যায় প্রথমে গাছের তলায় দেবীর পুজো হতো। বর্তমানে অসাধারণ রূপ পেয়েছে মন্দির। মন্দিরের সেবাইত দুর্গাদাস ধীবর জানান, খুব ছোট থেকেই আমি মায়ের পূজো করি। এটি আমাদের পারিবারিক কালীপুজো। প্রায় চার পুরুষ ধরে অর্থাৎ ৩৫০ বছর ধরে পুজো হয়ে আসছে মা কালীর। প্রথমে গাছের তলায় ছোট পিতলের প্রতিমার মধ্য দিয়ে দেবী পূজিতা হতেন। এরপর স্বপ্নে নির্দেশ পান যে এখানে একটি স্থায়ী মন্দির প্রতিষ্ঠা করতে হবে। মায়ের স্বপ্নদেশে মাটির মন্দির নির্মিত হয়। পরে ধীরে ধীরে পাকা মন্দির তৈরি হয়েছে।











Post Comment