অমরেশ দত্ত, মানবাজার : হাতে জ্বলন্ত মশাল। ঘুরছে বনবন বনবন করে। আর এভাবেই প্রথা মেনে আলোর উৎসবে মাতেন মানবাজারবাসী। চিরাচরিত প্রথা মেনে মশাল জ্বালিয়েই কালীপুজোর দিন উৎসবে অংশগ্রহণ করেন স্থানীয়রা। উৎসাহ উদ্দীপনার মধ্যে বহু মানুষ ভিড় জমান রাস্তার দুই ধারে এই মশাল ঘোরানো দেখতে। মানবাজার নামোপাড়ার বাসিন্দা প্রদীপ মুখার্জি বলেন, “প্রতিবছর মশাল ঘোরাই৷ খুব ভালো লাগে।” “মশা তাড়ানোর উদ্দেশ্যে পূর্বপুরুষদের এমন বুদ্ধি। আজও সেই ঐতিহ্য বহন করছি আমরা।” বললেন, মানবাজারের দিলীপ প্রামাণিক। স্কুল ছাত্রী অবন্তিকা চক্রবর্তী সামিল হয়েছে এই আনন্দের উৎসবে। “মশাল ঘুরিয়ে খুব ভালো লাগল।” বলছে সে। মানবাজারের চণ্ডীচরণ চক্রবর্তী জানান, “বছর বছর ধরে চলে আসছে এই প্রথা। আমরাও সেই প্রথা মেনে চলি।”
Post Comment