insta logo
Loading ...
×

শ্যামা মাকে গহনা পরিয়ে সুষ্ঠুভাবে আলোর উৎসবে শামিলের আহ্বান পুলিশ সুপারের

শ্যামা মাকে গহনা পরিয়ে সুষ্ঠুভাবে আলোর উৎসবে শামিলের আহ্বান পুলিশ সুপারের

সঞ্জয় চৌধুরি ,বরাবাজার:

ফিতে কেটে উদ্বোধন করলেন পুজোর। গহনাও পড়ালেন শ্যামা মাকে। সেই সঙ্গে তাঁর বার্তা, আলোর উৎসবে মেতে উঠুন। শব্দবাজি থেকে দূরে থাকুন। শব্দ দূষণ যাতে না হয় সেটাও দেখুন। পুরুলিয়ার বরাবাজার থানার কালীপুজোর উদ্বোধন করে আলোর উৎসবে এমনই বার্তা দিলেন পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

বরাবাজার থানার এবারের পূজো যেন একেবারে অন্যরকম। বিশাল গেট। চোখ টানা প্যান্ডেল। থানার ভবনের ওপরে বনবন করে ঘুরছে হেলিকপ্টার। আবার ভূত চতুর্দশীর কথা মাথায় রেখে তেনাদের আওয়াজ। এই পুজোকে ঘিরে মন্ডপে ফুটে উঠেছে হস্তশিল্পও। সুতো দিয়ে মা কালীর ছবি তুলে ধরা হয়েছে। এছাড়া সচেতনতার বার্তাও দিচ্ছে পুলিশ। সাধারণ মানুষের সুরক্ষায় পুরুলিয়া জেলা পুলিশের অ্যাপ ‘সহায়’ ডাউনলোড করার জন্যও এই পুজো থেকে বার্তা দিচ্ছে পুলিশ। সেই সঙ্গে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ” কালীপুজো ও দীপাবলীর প্রাক্কালে পুরুলিয়া জেলা পুলিশের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই। আলোর উৎসব আক্ষরিক অর্থেই সমাজে আলো নিয়ে আসুক। সবাই সুষ্ঠুভাবে উৎসব পালন করুন। কেউ শব্দবাজি ব্যবহার করবেন না। শব্দ দূষণ যাতে না হয় সেই বিষয়টিও মাথায় রাখুন। “

দুর্গাপুজোয় এই এলাকার যাঁরা ভালো পুজো করেন তাদেরকে এদিন পুরস্কৃত করে বরাবাজার থানার পুলিশ। পুলিশ সুপারের হাত দিয়ে সেই পুরস্কার প্রদান করা হয়। থানার এই পুজো উদ্বোধনে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অভিযান) যোধাবর অবিনাশ ভিম রাও, মানবাজারের এসডিপিও বরুণ বৈদ্য, বান্দোয়ানের বিধায়ক রাজীবলোচন সরেন, পুরুলিয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুমিতা সিং মল্ল, বরাবাজারের বিডিও ঋদ্ধিবান চট্টোপাধ্যায়, থানার আইসি পার্থসারথী চক্রবর্তী প্রমুখ।

Post Comment