insta logo
Loading ...
×

ভূত চতুর্দশীতে কেন জ্বালানো হয় ১৪ প্রদীপ? কেন খাওয়া হয় ১৪ শাক?

ভূত চতুর্দশীতে কেন জ্বালানো হয় ১৪ প্রদীপ? কেন খাওয়া হয় ১৪ শাক?

অমরেশ দত্ত, মানবাজার :

আগামীকাল কালীপুজো আর কালীপুজোর আগের দিন অর্থাৎ আজ ভূত চতুর্দশী। মূলত এই তিথিতেই ১৪ প্রকার শাক খাওয়া চল রয়েছে। আবার এই দিনে জ্বালানো হয় ১৪ প্রদীপের আলো। বিশিষ্ট শিক্ষক ও পূজারী হারাধন চক্রবর্তী বললেন, কালী পূজার আগের দিন দেবী চণ্ডী রূপে মর্ত্যে আসেন। তাঁর সঙ্গে আসে ডাকিনী যোগিনীর মতো কিছু অশুভ শক্তি। এই অশুভ শক্তি যাতে আমাদের বাড়িতে প্রবেশ না করতে পারে সেই জন্য আমরা ভূত চতুর্দশী পালন করি। ভিন্ন মত হলো পাতাল থেকে পরম পুণ্যাত্মা দৈত্যরাজ বলীর সঙ্গে এসেছিল কিছু অশুভ শক্তি। তাদের বিতাড়নের জন্য ভূত চতুর্দশী।
আরেকটি জনপ্রিয় মত হলো ভূত চতুর্দশীর দিন আমাদের স্বর্গত পূর্বপুরুষেরা আমরা কেমন আছি দেখতে আসেন। তাঁদের তৃপ্ত করতে প্রজ্জ্বলিত হয় চৌদ্দ প্রদীপ।
ঠিক একই কারণে অন্নের সঙ্গে চৌদ্দ শাক খাওয়া হয়। এই চৌদ্দ শাক হলো যথাক্রমে ওল,কেঁউ, বেঁতো, সরিষা, কালকাসুন্দে, নিম,জয়ন্তী, শাঞ্চে, হিলঞ্চ, পলতা,শৌলফ, গুলঞ্চ,ভাঁটপাতা ও সুষনি শাক। প্রচলিত বিশ্বাস এই চতুর্দশ শাক ভক্ষণে প্রেতলোকে যেতে হয় না।

Post Comment