অমরেশ দত্ত, মানবাজার : সর্বানাশা অভিশাপ হয়ে সমাজে নেমে এসেছে প্লাস্টিক। এই প্লাস্টিক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সাফাই অভিযান কর্মসূচি আয়োজিত হল মানবাজার বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। পুরুলিয়া নেহরু যুব কেন্দ্রের উদ্যোগে এবং শ্রী দুর্গা স্বনির্ভর মহিলা দল ও মে আই হেল্প ইউ গ্রুপের ব্যবস্থাপনায় কর্মসূচিটি সম্পন্ন হয়। সূচনা করলেন
পুরুলিয়া জেলা পরিষদের সদস্যা প্রতিমা বাউরী। তিনি উদ্যোক্তাদের প্রচেষ্টা ও সচেতনতার কর্মসূচিকে সাধুবাদ জানান। মে আই হেল্প ইউ গ্রুপের পক্ষ থেকে অমিতাভ মিশ্র জানান যে, নেহরু যুব কেন্দ্র ‘দিওয়ালি উইথ মাই ভারত’ কর্মসূচিতে প্লাস্টিক সহ জঞ্জাল মুক্ত স্বচ্ছ ভারত গড়তে এই উদ্যোগ নিয়েছে। সকলে মিলে চারপাশের পরিবেশকে পরিচ্ছন্ন রাখার শপথ নিতে হবে। প্রায় পঞ্চাশ জন যুবক – যুবতী এই কর্মসূচিতে সর্বত্র ব্লিচিং পাউডার ও ফিনাইল ছড়িয়ে পরিচ্ছন্ন এলাকা গড়ে তোলার ও জীবাণু মুক্ত পরিবেশ সৃষ্টি করতে স্বেচ্ছাশ্রম দান করেন। পাশাপাশি এদিন রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তারা। আয়োজকদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন।
কীভাবে প্লাস্টিক মুক্তি! মুগ্ধ প্রতিমা
admin@puruliamirror.com
Add your Biographical Information. Edit your Profile now.
Post Comment