নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: ট্রাফিক বিধি মানিয়ে দুর্ঘটনা রুখতে উৎসবের রাতে রাস্তায়
নেমে পদক্ষেপ পুরুলিয়া জেলা পুলিশের। তবে ট্রাফিক বিধি না মানায় একজন গ্রেফতারও হয়। মঙ্গলবার
ধনতেরাসের রাতে জেলা পুলিশের ডিএসপি (শৃঙ্খলা ও প্রশিক্ষণ) শাশ্বতী শ্বেতা সামন্ত-র নেতৃত্বে পুরুলিয়া- বাঁকুড়া ৬০-এ জাতীয় সড়কের ওপর সিটি সেন্টার এবং সাধুডাঙ্গা এলাকায় ব্রেথ এনালাইজার দিয়ে পরীক্ষা চলে। মদ্যপ অবস্থায় কেউ গাড়ি চালাচ্ছেন কিনা তা জানতেই ওই পরীক্ষা হয়। এছাড়া হেলমেট মাথায় আছে কিনা, বাইকে তিনজন রয়েছে কিনা, বাইক চালাতে গিয়ে হেডফোন ব্যবহার করছেন কিনা এই সব খতিয়ে দেখা হয়।
উৎসবের রাতে রাস্তায় নেমে ট্রাফিক পাঠ পুলিশের, বিধিলঙ্ঘনে গ্রেফতার এক
admin@puruliamirror.com
Add your Biographical Information. Edit your Profile now.











Post Comment