নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: বাড়ি থেকে এক প্রৌঢ়র ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হলো। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পুরুলিয়া মফস্বল থানার ছররা গ্রামে। দেহটি উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ওই প্রৌঢ়কে মৃত বলে জানায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম হীরালাল নন্দী (৬০)। পরিবারের দাবি আত্মঘাতী হয়েছেন ওই প্রৌঢ়। তবে কেন তিনি আত্মহত্যা করলেন তা স্পষ্ট নয় পুলিশের কাছে। এই ঘটনায় পুরুলিয়া সদর থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।









Post Comment