insta logo
Loading ...

আগে টায়ার, পরে ট্রাক্টর

আগে টায়ার, পরে ট্রাক্টর

নিজস্ব প্রতিনিধি, কাশিপুর: চুরি গিয়েছিলো আস্ত একটি ট্রাক্টর। এবার সেই চোরাই ট্রাক্টরের টায়ার উদ্ধার করল কাশিপুর থানার পুলিশ। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ভিন জেলার এক গ্যারেজ মালিককে। পুলিশ জানিয়েছে ধৃতের নাম শেখ সাবির। তার বাড়ি বাঁকুড়ার মাচানতলা ঈদগা মহল্লাতে। পুয়াবাগান এলাকায় ওই যুবকের একটি গ্যারেজ রয়েছে। বুধবার ধৃতকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হবে।
গত ১৫ অক্টোবর কাশিপুর থানায় অজ্ঞাত পরিচয় দুঃস্কৃতিদের বিরুদ্ধে একটি চুরির লিখিত অভিযোগ দায়ের করেন কাশিপুরের বাসিন্দা নিতাই আচার্য। ওই ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে কাশিপুর থানার পুলিশ। পুলিশের আশা টায়ার যখন উদ্ধার হয়েছে, তখন ট্রাক্টরটিও উদ্ধার হবে।

Post Comment