নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া : ফের ডায়রিয়া। এবার হুড়া ব্লক এলাকায়। হুড়া ব্লকের জবড়রা গ্রামে ছড়িয়েছে ডায়রিয়ার প্রাদুর্ভাব। ইতিমধ্যে ১২ জন আক্রান্ত। হুড়া গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি চারজন। ইতিমধ্যেই গ্রামে পৌঁছে গিয়েছে মেডিকেল টিম। গিয়েছে পুলিশও।
ডায়রিয়ার প্রকোপ বাড়ছে পুরুলিয়ায়। বাঘমুন্ডি, কাশিপুর, বরাবাজার, জয়পুর আড়শা-র পর এবার হুড়া। পুরুলিয়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. অশোক বিশ্বাস বলেন, “যে ব্লকগুলোতে ডায়রিয়া ছড়িয়ে পড়ার খবর মিলেছিল, সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। নতুন করে হুড়ার গ্রামে ডায়রিয়া ছড়িয়ে পড়ার খবর এসেছে। পরিস্থিতি উদ্বেগজনক নয়। এমনিতে ডায়রিয়া আক্রান্ত হওয়াটা পুরুলিয়াতে আদৌ অস্বাভাবিক নয়। বছরে এ জেলার দেড় লক্ষ মানুষ ডায়রিয়াতে আক্রান্ত হন। “
ডায়রিয়া মূলত জলবাহিত রোগ। সচেতনতার অভাব ফি বছর পুরুলিয়ার গ্রাম কে গ্রাম ডায়রিয়ার প্রাদুর্ভাবে ভোগায়। বারংবার প্রশাসনের সার্ভেতে উঠে এসেছে এই তথ্য৷ শুধু অসচেতনতা নয়, নিরাপদ জলের উৎসের অভাবও ডায়রিয়া প্রাদুর্ভাবের বড়ো কারণ।
Post Comment