নিজস্ব প্রতিনিধি, কাশিপুর: কপিকল থেকে এক মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কাশীপুরে। কাশিপুর থানার পুলিশ জানিয়েছে মৃতার নাম সুনিতা চৌধুরী ( ৬২) । তার বাড়ি কল্লোলী গ্রামে। সোমবার সকালে মৃতা ওই মহিলাকে বাড়ির কুয়োর কপিকলে গলায় দড়ির ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখা যায়। এরপরই কাশিপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে ওই মহিলাকে উদ্ধার করে কল্লোলী গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। স্বাস্থ্যকেন্দ্রে কর্তব্যরত চিকিৎসক ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে কাশিপুর থানার পুলিশ। তবে গোটা ঘটনায় সন্দেহ প্রকাশ করেছেন নিতুড়িয়া থানার শালতোড় গ্রামের বাসিন্দা তথা মৃতার ভাই মন্টু কাঞ্জিলাল। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছে ওই পরিবার।
Post Comment