নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া : বাজারে আগুন। বাঁধাকপি হাফ সেঞ্চুরি তো ফুলকপি দাপটে হাঁকিয়েছে সেঞ্চুরি। হেমন্তে কপি ভাইদের স্ট্রাইকরেট কমে প্রতিবছর। এবার ডানার তান্ডবে ঝোড়ো ইনিংস খেলতে পারে কপি ভ্রাতৃদ্বয়।
ঘূর্ণি ঝড়ে নাজেহাল জেলা পুরুলিয়ার চাষিরা। রুক্ষ লাল মাটির জেলা পুরুলিয়ায় বিকল্প চাষ খুব কম। বর্তমানে বাড়তি রোজগারের আশায় বহু চাষি বিকল্প চাষের দিকে ঝুঁকছে। তাই ফুলকপি বাঁধাকপি চাষ যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে ইদানিং। ঝড় বৃষ্টির তাণ্ডবে এ-বছর ফুলকপি বাঁধাকপি চাষ বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত। হঠাৎ ঝড় বৃষ্টির ফলে বেশিরভাগ গাছ নষ্ট হয়ে গিয়েছে তাই আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে চাষিদের। মোটামুটি বছরের এই সময়তে পুরুলিয়ার মাগুড়িয়ার চাষিরা কপি চাষ করে থাকেন। এ বছরও তারা কিছুটা লাভের আশায় চাষের কাজে নেমেছিলেন। কিন্তু হঠাৎ বৃষ্টিতে সবকিছুই ভেস্তে গিয়েছে।
এ বিষয়ে মাগুড়িয়ার চাষিরা বলেন , এই সময় কপি চাষ করে তাদের বেশ ভালই লাভ হতো। কিন্তু এ বছর হঠাৎ বৃষ্টিতে লাভ তো দূরের কথা, যতটুকু পুঁজি তারা এই চাষে লাগিয়েছিলেন তাও লোকসানের খাতায়।
জেলা পুরুলিয়ার বেশিরভাগ জমি এক ফসলি। বিকল্প চাষ এই জেলায় খুব কম । অন্যান্য লাভজনক চাষের মধ্যে অন্যতম কপি চাষ। তাই অনেকেই এই চাষ করে থাকেন। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে তাতেও ক্ষতির মুখে পড়তে হয়েছে চাষীদের। ফলে বাজারে আরও দাম বাড়ার সম্ভাবনা।
Post Comment