নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া : বন্ধ হয়ে যাচ্ছে পুরুলিয়া- বরাকর সড়ক পথ। মেরামত চলবে গোশালা রেল গেটে। সে কারণে পুরুলিয়া রঘুনাথপুর রাস্তায় বন্ধ থাকছে। তবে দিনের বেলা নয়, কাজ চলবে রাতের বেলা। প্রশাসন সূত্রে জানা গেছে ২৯ অক্টোবর রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত বন্ধ থাকবে লেবেল ক্রশিং। অন্যদিকে ৩০ অক্টোবর রাত ১০টা থেকে ৩১ অক্টোবর সকাল ৬টা পর্যন্ত এই রেল গেট বন্ধ রাখা হবে। প্রসঙ্গত উল্লেখ্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজের হাথোয়াড়া ক্যাম্পাসে যাওয়ার মুখ্য পথ এটিই। ফলে সেক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে।
Post Comment