নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া : কালীপূজার মুখে রদবদল পুরুলিয়া জেলা পুলিশে। ২৮ জন পুলিশ অফিসারকে রাতারাতি বদলি করা হল। এই ২৮ জনের মধ্যে ১০ জন সাব ইন্সপেক্টর পদমর্যাদার। বাকি আঠেরো জন এ এস আই পদমর্যাদার। জেলা পুলিশের দাবি, এ হলো রুটিন বদলি। এই আঠাশজনই এতদিন লাইনে কর্মরত ছিলেন। এই বদলির নির্দেশ তাঁদের পাঠাচ্ছে বিভিন্ন থানায়। একজনকে পাঠানো হয়েছে জেলা আদালতে। আরেকজনের বদলি হয়েছে পুরুলিয়া ডিইবিতে।
Post Comment