নিজস্ব প্রতিনিধি, মানবাজার : সামনে এক বছর পরেই বিধানসভা নির্বাচনের দুন্দুভি বেজে যাবে। আর তার আগেই ভাঙতে শুরু করল বিরোধীদের ঘর। কর্মীরা যাদের দেখে আশায় বুক বাঁধেন, সেই নেতারাই যোগ দিচ্ছেন শাসক দলে৷ এমনই চিত্র দেখা গেল আজ রবিবার মানবাজার ১ নং ব্লক এলাকায়। এই ব্লকের বারমেশ্যা রামনগর অঞ্চল থেকে দশজন বিজেপি নেতা ও তাদের পরিবার যোগ দিলেন তৃণমূলে। শুধু তাই নয়। স্থানীয় ধানাড়া অঞ্চলের সিপিআইএম দলের দুই পার্টি সদস্য তাদের নিজ নিজ পরিবার সমেত যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। জানালেন জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল রাজ্য নেতা গুরুপদ টুডু। রাজ্যের মন্ত্রী সন্ধ্যারানি টুডুর হাত থেকে তারা তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছেন বলে শাসক দল সূত্রে জানা গেছে। গুরুপদবাবু বলেন, “বিরোধীদের শক্তি ক্রমশ ক্ষীণ হয়ে আসছে এলাকায়৷ তাদের জনসমর্থন একেবারেই নেই৷ এর একটাই কারণ। যেভাবে একের পর এক জনমুখী প্রকল্প নিয়ে সাধারণ মানুষের পাশে রয়েছে তৃণমূল সরকার, তাতে মানুষ দুহাত তুলে আমাদের সমর্থন করছে।” এই দলবদলে তৃণমূলের শক্তি আরও বাড়ল এলাকায়, বলেছেন গুরুপদবাবু।
Post Comment