insta logo
Loading ...

দুর্যোগে ক্ষতিগ্রস্ত ছট ঘাট! এবার কী হবে?

দুর্যোগে ক্ষতিগ্রস্ত ছট ঘাট! এবার কী হবে?

নিজস্ব প্রতিনিধি, নিতুড়িয়া: খনি অঞ্চল নিতুড়িয়ায় ছট এক বিরাট পার্বন। ইতিমধ্যেই নিতুড়িয়া পঞ্চায়েত সমিতি পারবেলিয়া ছট ঘাট পরিদর্শন করে সাফাই কাজে আর্থিক বরাদ্দ করেছে। পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তিভুষণ প্রসাদ যাদব জানিয়েছেন সোমবার থেকে ঘাট সাফাই সহ রঙের কাজ শুরু হয়ে গেছে। তিনি বলেন,”আজ রবিবার হঠাৎই ছট ঘাট পরিদর্শন করি। সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত শ্রমিকরা কাজ করেছেন। প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক ঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। তদারকি করছেন দীপক কুমার সিং ও বিপিন যাদব। কোথায় মাটি ফেলতে হবে, কোথায় বালির বস্তা দিতে হবে, যেখানে যা বন্দোবস্ত করা প্রয়োজন সেই ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। এই কাজে পঞ্চায়েত সমিতির ২ লাখ টাকা বরাদ্দ করেছে।
প্রতি বছর নিতুড়িয়ার পারবেলিয়া এলাকায় ছট উৎসবে হাজার-হাজার মানুষ শামিল হন। আগামী ৭ই নভেম্বর ছট। পারবেলিয়া ছট ঘাটে প্রায় ২০ হাজার মানুষ শামিল হন। শালতোড় গ্রাম পঞ্চায়েত ছাড়াও ভামুরিয়া, সরবড়ি, দীঘা গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে মানুষজন এই উৎসবে অংশ নেন। ফলে প্রস্তুতিতে কোন ফাঁক রাখতে চাইছে না নিতুড়িয়া পঞ্চায়েত সমিতি।

Post Comment