নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া : রাজ্যে নিষিদ্ধ শব্দবাজি ফাটালে তেমন কোন শাস্তির বিধান দেখা না গেলেও, দোকানে সেই বাজি রাখলে বিপদ রাখবার জায়গা পাওয়া যাবে না। কারণ হানা দিচ্ছে পুলিশ। অভিযান চালিয়ে কালীপুজো ও দীপাবলির আগে নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করল পুরুলিয়া মফস্বল থানার পুলিশ। শনিবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে এই থানার বাইকাটা গ্রামে একটি দোকানে হানা দিয়ে ২১ প্যাকেট নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করে পুলিশ। এই ঘটনায় একটি সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুরুলিয়া মফস্বল থানার পুলিশ।
Post Comment