insta logo
Loading ...

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা হড়কে বিপদ, রেল পুলিশের তৎপরতায় প্রাণে বাঁচলেন বৃদ্ধ

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা হড়কে বিপদ, রেল পুলিশের তৎপরতায় প্রাণে বাঁচলেন বৃদ্ধ

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: চলন্ত ট্রেনে উঠতে গিয়ে বিপত্তি। ট্রেন ও প্লাটফর্ম-র মাঝে পড়ে যাওয়ায় সেখান থেকে উদ্ধার করল রেল পুলিশ। পুরুলিয়া স্টেশনের তিন নম্বর প্লাটফর্মে শুক্রবার সওয়া ছটা নাগাদ এই ঘটনায় সিসিটিভি ফুটেজের ভিডিও ভাইরাল হয়ে যায়। রেল পুলিশের তৎপরতায় প্রাণে বেঁচে যান ৬৭ বছরের ওই বৃদ্ধ।

তার নাম রুদ্র সিং। বাড়ি ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার গোলমুড়ি থানার নামদা বস্তিতে। তিনি তার স্ত্রীকে নিয়ে টাটা আসানসোল ১৩৫১১ ট্রেনে আসানসোল যাচ্ছিলেন। শুক্রবার সন্ধ্যে ৬ টা ১৫ নাগাদ ওই ট্রেন পুরুলিয়া স্টেশনের তিন নম্বর প্লাটফর্মে দাঁড়ালে ওই বৃদ্ধ ট্রেন থেকে নেমে কিছু খাবার কিনতে যান। এর মধ্যেই ট্রেন ছেড়ে দেওয়ায় চলন্ত ট্রেনে উঠতে গিয়ে তিনি ট্রেন ও প্লাটফর্মের মাঝখানে পড়ে যান। রেল পুলিশ তাকে উদ্ধার করে কিছুক্ষণ পর্যবেক্ষণে রেখে কাউন্সেলিং -র পর স্ত্রী সহ তাকে অন্য ট্রেনে উঠিয়ে দেয় রেল পুলিশ।

Post Comment