insta logo
Loading ...

বরাবাজার হত্যাকাণ্ডে নতুন তথ্য, স্বামীকে খুন করে বাসন মাজছিল স্ত্রী

বরাবাজার হত্যাকাণ্ডে নতুন তথ্য, স্বামীকে খুন করে বাসন মাজছিল স্ত্রী

বিশ্বজিৎ সিং সর্দার, বরাবাজার :

বরাবাজারে ঘুমন্ত স্বামীকে খুন করে ধৃত স্ত্রী কদম ওরাং এর আগেও হামলা চালিয়েছিল স্বামীর ওপর। মৃতের মায়ের অভিযোগে আরও একটি চাঞ্চল্যকর তথ্য পেল পুলিশ। গত মে মাসে তাদের বিয়ে হয়। বিয়ের ৬ মাসের মধ্যে এর আগেও একবার ধৃত স্ত্রী তার স্বামীর ওপর হামলা করেছিল। এমন অভিযোগ তুলে মৃত যুবক ডাক্তার ওরাংয়ের মা গোলাপি ওরাং বলেন, ” আমাদের বৌমা আগেও আমার ছেলের ওপর হামলা করে। আমার ছেলেকে খুন করে বৌমা সকালবেলায় বাসন মাজছিল। একেবারে নির্লিপ্ত ছিল। সকালে ঘুম থেকে না ওঠায় তার বন্ধুরা ডাকাডাকি করলে বিষয়টি বুঝতে পারে। ওর যেন এমন শাস্তি হয় যাতে ২০ বছর জেলে থাকে।”
পুরুলিয়ার বরাবাজার থানার বানবীর গ্রামের এই ঘটনায় যে ঘর থেকে ডাক্তারের মৃতদেহ উদ্ধার হয় সেই ঘর সিল করে দিয়েছে পুলিশ। পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে হত্যাকাণ্ডের মোটিভ স্ত্রীর প্রতি স্বামীর সন্দেহ। সেই সন্দেহ থেকে দাম্পত্য কলহ চরমে উঠেছিল। আর কলহের জেরে প্রচণ্ড রাগে স্বামী ডাক্তারকে খুন করে স্ত্রী কদম ওরাং।

Post Comment