নিজস্ব প্রতিনিধি, বলরামপুর :
জেলার রাজনীতিতে এখন হট সিটে বলরামপুর। তৃণমূলের গোষ্ঠী কোন্দলে বলরামপুর পঞ্চায়েত সমিতির সদস্যপদ থেকে সহ সভাপতি সহ ১২ তৃণমূল সদস্য ইস্তফা দিয়েছিলেন। এবার সেই বলরামপুরে বিজয়া সম্মেলন আয়োজন করে মহামানবের মিলন উৎসবের সঙ্গীত বাজালো তৃণমূল।
বলরামপুর ব্লক তৃণমূল কংগ্ৰেসের আয়োজনে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বলরামপুরের একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে।
উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বলরামপুরের প্রাক্তন বিধায়ক শান্তিরাম মাহাতো, পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বেলথরিয়া, বলরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কাল্লাবতী কুমার, বলরামপুর ব্লক যুব সভাপতি সুপ্রিয় মুখার্জি সহ অন্যান্যরা।
জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো জানিয়েছেন, পুজোর পর প্রত্যেক বছর জেলা জুড়ে প্রত্যেকটি ব্লক এলাকায় এই বিজয় সম্মেলনী অনুষ্ঠিত হয়। আজ সেই অনুষ্ঠান বলরামপুরে অনুষ্ঠিত হল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঐক্যবদ্ধতা এবং সঙ্ঘবদ্ধতায় বিশ্বাসী।
বিজয় সম্মেলনী হল তৃণমূল কর্মীদের সাথে সাধারণ মানুষের যোগ সূত্র তৈরির অনুষ্ঠান। এই যোগ সূত্র তৈরি করেই সাধারণ মানুষের পাশে দাঁড়ানো সম্ভব। তাই আজ এখানে বিজয়া সম্মেলনের মাধ্যমে উপস্থিত হয়ে এলাকার মানুষের সাথে সুদৃঢ় বন্ধনে আবদ্ধ হয়েছি আমরা। মা দুর্গার আশীর্বাদে আমাদের সবার জীবনে সুখ,শান্তি ও সমৃদ্ধির ছায়া নেমে আসুক।” এই কামনা করেছেন সভাধিপতি।
Post Comment