নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:
কত ছবি, কত স্মৃতি। সযত্নে রাখা মোবাইলে। টাকা পয়সা লেনদেন, এমনকি সোশাল মিডিয়ার প্রোফাইলও। এক লহমায় সব উধাও। চুরি করে নিয়ে যায় চোর। আর দোকান থেকেই যখন চুরি যায় মোবাইল? দোকানদারের বুকের মাঝে তখন এক অপার শূন্যতা। তাদের সামনে ঈশ্বরের আশীর্বাদ হয়ে অবতীর্ণ হল পুরুলিয়া জেলা পুলিশ।
মোবাইল টাওয়ার লোকেশন থেকেই ঝাড়খন্ডে চুরি যাওয়া ৬১টি মোবাইল উদ্ধার তারা। ঝাড়খণ্ড পুলিশের কাছ থেকে এই চুরির তথ্য পাওয়ার ঠিক ২৪ ঘন্টার মধ্যে এই সাফল্য অসাধ্য সাধন? নাকি প্রযুক্তি ব্যবহারে দক্ষতা?ঘনশ্যাম সিং ও সাগর সিং নামে পুরুলিয়ার বলরামপুরের চুটকিডি গ্রামের দুজন বাসিন্দাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা উভয়ে যাযাবর গোষ্ঠীর। তাদের কাছ থেকে হারিয়ে যাওয়া ৬১টি মোবাইল ও একটি ট্যাব উদ্ধার করা হয়েছে। তাদের মঙ্গলবার বলরামপুরের ডাকবাংলো এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাদের পুরুলিয়া আদালতে তোলা হলে ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক ।
পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ” ঝাড়খণ্ডের জামশেদপুরের মোবাইল দোকান থেকে বেশ কিছু মোবাইল চুরি হয়েছিল। ঝাড়খন্ড পুলিশ আমাদেরকে জানায় যে মোবাইলগুলির টাওয়ার লোকেশন মিলেছে আমাদের জেলার বলরামপুরে। তথ্য পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই আমরা দু’জনকে গ্রেপ্তার করে ঘটনার কিনারা করে দিয়েছি।”
ঝাড়খণ্ডের জামশেদপুরের জাদুগোড়া থানার রাকা মাইন এলাকার একটি দোকান থেকে বেশ কিছু মোবাইল চুরি যায়। ঝাড়খন্ড পুলিশ তদন্তে জানতে পারে ওই মোবাইলগুলির টাওয়ার লোকেশন বলরামপুর এলাকায় দেখা যাচ্ছে l ঝাড়খণ্ড পুলিশ ততক্ষনাৎ
পুরুলিয়া জেলা পুলিশকে জানায় l পুরুলিয়া জেলা পুলিশ এই তথ্য পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে ঘটনার কিনারা করে দেয়। ধৃতরা আগে বেশ কিছু চুরির সঙ্গে যুক্ত ছিল। এই ঘটনার কিনারায় ওসি এসওজি ছাড়াও বলরামপুর থানার ওসি কৌশিক বন্দ্যোপাধ্যায়, সিআই বাপ্পা মিত্র রীতিমতো একটি টিম গড়ে দ্রুততার সঙ্গে এই ঘটনার কিনারা করেন।
দেখুন ভিডিও :-
Post Comment