insta logo
Loading ...

বেআইনিভাবে কয়লা নিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে আদ্রায় ৪ টি মোটর বাইক বাজেয়াপ্ত, গ্রেফতার ১

বেআইনিভাবে কয়লা নিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে আদ্রায় ৪ টি মোটর বাইক বাজেয়াপ্ত, গ্রেফতার ১

নিজস্ব প্রতিনিধি, আদ্রা: বেআইনি ভাবে কয়লা নিয়ে যাওয়ার অভিযোগে চারটি মোটরবাইক বাজেয়াপ্ত করল পুলিশ। পুরুলিয়ার রেল শহর আদ্রায় এই ঘটনায় গ্রেফতার হয়েছে একজন বাইক চালক। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সিরাজ আনসারি। তার বাড়ি কাশিপুর থানার কুলডি গ্রামে। মঙ্গলবার ধৃতকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজত হয়।
সোমবার দুপুরে চারটি মোটরবাইকে বেআইনি কয়লা নিয়ে মেট্যালশহর গ্রামের দিকে যাচ্ছিল বলে অভিযোগ। ঘটনার খবর পাওয়ার পরেই আদ্রা থানার পুলিশের একটি দল মেট্যালশহর হাই স্কুল মোড়ে পৌঁছে ৬ কুইন্টাল কয়লা সহ চারটি বাইক আটক করে। এই ঘটনায় তিনজন পালিয়ে গেলেও একজনকে গ্রেফতার করে পুলিশ। পরে এই মর্মে অভিযুক্তদের বিরুদ্ধে একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজুর মধ্য দিয়ে তদন্ত শুরু করে।

Post Comment