insta logo
Loading ...
×

পুরুলিয়া শহরে ডেপুটি ম্যাজিস্ট্রেটের ঘরে চুরির অভিযোগ

পুরুলিয়া শহরে ডেপুটি ম্যাজিস্ট্রেটের ঘরে চুরির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: সরকারি আবাসনে ডেপুটি ম্যাজিস্ট্রেটের ঘরে চুরির অভিযোগ উঠলো পুরুলিয়া শহরে। খোয়া গেল কয়েক লাখ টাকার সোনা,রূপার অলংকার সহ একটি ল্যাপটপ। পুরুলিয়া শহরের ডাকবাংলো সরাসরি আবাসনে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। সোমবার পুরুলিয়া সদর থানায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে চুরির অভিযোগ দায়ের করেন ওই ডেপুটি ম্যাজিস্ট্রেট বিশ্বরঞ্জন চক্রবর্তী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি পরিবারকে নিয়ে তিনি কলকাতার বাড়িতে গিয়েছিলেন। আর এর মধ্যেই রবিবার সকালে তাঁর সহকর্মীরা লক্ষ্য করেন যে তার আবাসনের দরজা ভাঙা। এই খবর পাওয়ার পরে তিনি পুরুলিয়া ফিরে এসে দেখেন তাঁর আবাসনের দরজা ও আলমারি ভেঙে সমস্ত অলংকার নিয়ে পালিয়েছে। পাঁচিল ঘেরা এই আবাসনে
পাহারাদার মোতায়েন থাকা স্বত্তেও কিভাবে এই চুরির ঘটনা ঘটলো সেই নিয়ে উঠেছে প্রশ্ন। ঘটনার কিনারায় এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ।

Post Comment