নিজস্ব প্রতিনিধি, ঝালদা: মৃত কংগ্রেস কাউন্সিলার পূর্ণিমা কান্দুর বাড়িতে ফরেনসিক দল। মঙ্গলবার সন্ধ্যায় দুর্গাপুর থেকে ৪ সদস্যের ওই দল ওই মৃত কাউন্সিলার তথা প্রাক্তন উপ-পুরপ্রধান পূর্ণিমা কান্দুর বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করে। এই কাজ করতে তাদের রাত হয়ে যায়। গত ১১ অক্টোবর মহানবমীর রাতে ঝালদার স্টেশন পাড়ার
যে ঘর থেকে ওই কংগ্রেস কাউন্সিলার পূর্ণিমা কান্দুকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে। সেই ঘর ঝালদা থানার পুলিশ তালা দিয়ে রেখেছিলো। সেই ঘর থেকেই নমুনা সংগ্রহ করে ওই দল।
মৃতের ময়নাতদন্তের রিপোর্টে বিষক্রিয়ার বিষয়টি থাকলেও এই বিষয়ে ঝালদা থানায় এখনও কোন অভিযোগ হয়নি। তবে ঝালদা থানার পুলিশ বিধি মোতাবেক অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে। সেই মামলার প্রেক্ষিতে খোঁজ শুরু করেছে। তার ভিত্তিতেই এই ফরেনসিক দল। সবে মিলিয়ে এই বিষয়ে জল্পনা আরও বাড়লো ঝালদায়।
Post Comment