নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া : আসছে ঘূর্ণিঝড় ‘ডানা’। কালীপুজোর মুখে ফের ঘূর্ণিঝড়ের ভ্রূকুটি। তোলা হয়নি খেতের ধান। সবজি রয়েছে জমিতেই। ফলত চিন্তায় কৃষক থেকে আম জনতা। আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করেছে যে ২৪ থেকে ২৬ অক্টোবরের মধ্যে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। নাম দেওয়া হয়েছে ডানা। সেই ‘ডানা’র ঝাপটায় ২৩ ও ২৪ অক্টোবর বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। এই খবরে পুরুলিয়া জেলার
এক ফসলি ধান চাষীরা দেখছেন সিঁদুরে মেঘ। ধান পাকার মরশুমে ঝড় অনেকটাই ধান চাষে ক্ষতি করতে পারে বলে জানান ঝালদার কৃষক গণেশ মাহাতো ও বিভূতিভূষণ মাহাতো। এমনিতেই সবজির দাম আগুন। ‘ডানা’র প্রভাবে অগ্নিবৃষ্টি হতে পারে বাজারে সবজির দামে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইতিমধ্যে সতর্কতা জারি করেছে কৃষি দপ্তর৷ ৮০ শতাংশ ধান যাদের পেকে গেছে, তাদের ধান কেটে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কাটা ধান সত্বর খামারে তুলে নেওয়ার পরামর্শও দিয়েছে কৃষি বিভাগ।
জেলা উদ্যানপালন আধিকারিক কৃষ্ণেন্দু নন্দন বলেন, জেলার কৃষকদের সতর্ক করে দেওয়া হয়েছে। বেশ কিছু নির্দেশিকা তাদের জানিয়ে দেওয়া হয়েছে। সবজির মাচা যাতে শক্ত করে বেঁধে রাখা হয় সে কথা বলা হয়েছে।
Post Comment