নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া: লক্ষ্মী পূজার পর কাটেনি এক সপ্তাহ। এর মধ্যে হাতে গরম লক্ষ্মী লাভ জেলা পুলিশের। ট্রাফিক আইন ভেঙে জরিমানা। জরিমানা ৪ লক্ষ টাকার বেশি। আচমকা নাকা তল্লাশিতে ৩৯৬ জনের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করল পুরুলিয়া জেলা পুলিশ। পুজোর ছুটির পর অফিস খুলল আজ সোমবার। আর এদিনই পুরুলিয়ার তিনটি থানা এলাকায় আচমকা নাকা তল্লাশি। সকাল ১১ টা থেকে নাকা তল্লাশি চলল ২ ঘন্টা ধরে। পুরুলিয়া সদর, টামনা ও মফস্বল থানা মিলিয়ে মোট ৯ জায়গায় চলে এই বিশেষ তল্লাশি। পুরুলিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর ) কল্যাণ সিনহা রায় বলেন, ” ট্রাফিক বিধি লঙ্ঘনের কারণে ৩৯৬ জনের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জরিমানা নেওয়া হয়েছে মোট ৪ লাখ ৭ হাজার টাকা। “
পুরুলিয়া জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কের ওপর চার সড়ক মোড়, শ্মশান কালী সেতু, পুরুলিয়া-বাঁকুড়া ৬০-এ জাতীয় সড়ক ও ধানবাদ- জামশেদপুর ৩২ নম্বর জাতীয় সড়কের ওপরে জজবাংলো, পাতকুম মোড়, ধানবাদ- জামশেদপুর ৩২ নম্বর জাতীয় সড়কের ওপর শিমুলিয়া মোড়, পুরুলিয়া- বাঁকুড়া ৬০-এ জাতীয় সড়কের ওপর ভাঙড়া মোড়, আইমুন্ডি মোড়, তেলকল পাড়া মোড়, পুরুলিয়া শহরের ভাটবাঁধ মোড় ও উইল কক্স রোডে চলে এই তল্লাশি।

মুখ তুলে চাইলেন দেবী লক্ষ্মী, হঠাৎ নাকা তল্লাশিতে ৪ লক্ষ টাকা
admin@puruliamirror.com
Add your Biographical Information. Edit your Profile now.
Post Comment