insta logo
Loading ...
×

নাবালিকার শ্লীলতাহানি, দুই পুত্র সহ প্রতিবেশী ধৃত

নাবালিকার শ্লীলতাহানি, দুই পুত্র সহ প্রতিবেশী ধৃত

নিজস্ব প্রতিনিধি, কোটশিলা: এক নাবালিকার শ্লীলতাহানি ও তাকে মারধরের অভিযোগ প্রতিবেশীকে গ্রেপ্তার করল পুরুলিয়া জেলার কোটশিলা থানার পুলিশ। ওই ব্যক্তির দুই ছেলেকেও গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে কোটশিলা থানার চুটুকপিড়ি গ্রামে। ধৃতরা হল এই গ্রামের বাসিন্দা বিশ্বনাথ পাঠক এবং তার দুই ছেলে সঞ্জয় ও অজয় পাঠক। শনিবার তাদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাড়ির অদূরে গিয়েছিল বছর ১৪র এক কিশোরী। অভিযোগ ঠিক সেই সময় অজয় তার পিছু ধাওয়া করে। যৌন নির্যাতন চালানো হয় তার ওপর। নির্যাতিতার চিৎকারে অভিযুক্ত সেখান থেকে ছুটে পালিয়ে গেলে তখনকার মতো রেহাই পায় সে। বাড়িতে এসে ঘটনার কথা জানায় নির্যাতিতা। তার পরিবারের লোকজন অজয়দের বাড়িতে ঘটনার কথা বলতে গেলে তাদের মারধর করা হয় বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে শুক্রবার নির্যাতিতা কিশোরীর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে তিনজনের বিরুদ্ধে একটি মামলা রুজু করে কোটশিলা থানার পুলিশ। তারপর তাদের গ্রেপ্তার করা হয়।

Post Comment