insta logo
Loading ...

আড়শার সটরা গ্রামে ডাইরিয়া

আড়শার সটরা গ্রামে ডাইরিয়া

নিজস্ব প্রতিনিধি,আড়শা: ডাইরিয়া ক্রমেই ছড়িয়ে যাচ্ছে পুরুলিয়ার গ্রামে। বরাবাজার, কাশিপুরের পর এবার আড়শা ব্লকের সটরা গ্রাম ডাইরিয়ায় আক্রান্ত হয়েছে। হেঁশলা গ্রাম পঞ্চায়েতের ওই গ্রামের ২৩ জন এই রোগে আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছে পুরুলিয়া জেলা স্বাস্থ্য দপ্তর। এলাকার মানুষজনদের কাছ থেকে মল সংগ্রহের পাশাপাশি ওই এলাকার জলের নমুনাও সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত জলের রিপোর্ট শনিবারই চলে আসবে বলে জেলা স্বাস্থ্য দপ্তর জানিয়েছে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অশোক বিশ্বাস বলেন, ” শুক্রবার পর্যন্ত আড়শার ওই গ্রামে ২৩ জন আক্রান্তের খবর মিলেছে। বরাবাজার ও কাশিপুরে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। “

ওই সটরা গ্রামের মোট জনসংখ্যা ৭৪৮৫। ওই গ্রামে মোট তিনটি পাড়া রয়েছে। তার মধ্যে সহিস পাড়ার মানুষজন আক্রান্ত হয়েছেন। ওই পাড়ার মোট জনসংখ্যা প্রায় ৫০০। তবে ওই পাড়াটি একেবারে সংকীর্ণ। উপর পাড়া এবং নামো পাড়ার সঙ্গে মিশে রয়েছে। যে ২৩ জন আক্রান্ত হয়েছেন তার মধ্যে একজন শিশু। বাকি ২ জন শিশু নয় আবার পূর্ণবয়স্কও নয়। এছাড়া এক অন্তঃসত্ত্বা মহিলাও এই রোগে আক্রান্ত হয়েছেন। জল এবং মল থেকেই এই রোগ ছড়িয়েছে বলে জেলা স্বাস্থ্য দপ্তর জানিয়েছে। ওই দপ্তরের প্রতিনিধি দল সেখানে গিয়ে রীতিমত শিবির করে হ্যালোজেন ট্যাবলেট বিলি করেছে শুক্রবারই। যাতে জল শোধন করে খাওয়া হয়। এছাড়া বিভিন্ন ওষুধপত্র প্রদান করা হচ্ছে। শনিবার সকাল থেকেই মেডিক্যাল টিম ওই গ্রামে গিয়েছে। শুক্রবার পর্যন্ত বরাবাজারের উলদা গ্রামে এই রোগে আক্রান্তের সংখ্যা ৮ জন। অন্যদিকে কাশিপুরের আগরডি-চিত্রা গ্রাম পঞ্চায়েতের ভাটিনে আক্রান্তের সংখ্যা মাত্র ২ জন।

Post Comment