নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান: জমি সংক্রান্ত বিবাদের জেরে এক ব্যক্তির দোকান ও বাড়িতে হামলা চালানো এবং পুলিশকে মারধরের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল বান্দোয়ান থানার পুলিশ। সবে মিলিয়ে মোট ৫ জন গ্রেফতার হয়েছে। বাকিদের খোঁজ চলছে।পুলিশ জানিয়েছে, ধৃতের নাম অমিত দে। তার বাড়ি বান্দোয়ান থানার চিলা গ্রামে। বৃহস্পতিবার ধৃতকে পুরুলিয়া আদালতে তোলা হয়। গত সোমবার চিলা গ্রামে দুর্গা প্রতিমা বিসর্জনের পর আদালতের নির্দেশকে অমান্য করে একটি জমিতে জোরপূর্বক বেড়া দেওয়ার অভিযোগ ওঠে বেশ কিছু ব্যাক্তির বিরুদ্ধে। এই ঘটনায় এক ব্যক্তি বাধা দিলে তাকে মারধর করা হয়। পাশাপশি তার দোকান এবং বাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে। ওই সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের ওপরও হামলা চালানোর অভিযোগ উঠেছে । ওই ঘটনায় দুটি পৃথক মামলা রুজু হয় বান্দোয়ান থানায়। এই ঘটনার দিনই চারজনকে গ্রেফতার করেছিল পুলিশ। ওই মামলায় বুধবার ফের আরও একজনকে গ্রেফতার করা হয়।
Post Comment