insta logo
Loading ...

ক্রেশার থেকে বৈদ্যুতিন মোটর চুরির অভিযোগ, গ্রেফতার যুবক

ক্রেশার থেকে বৈদ্যুতিন মোটর চুরির অভিযোগ, গ্রেফতার যুবক

নিজস্ব প্রতিনিধি, সাঁতুড়ি: বৈদ্যুতিন মোটর চুরির অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। বুধবার রাতে তাকে সাঁতুড়ি থানার পুলিশ গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম শেখ মিলু। তার বাড়ি সাঁতুড়ি থানার মুরুলিয়া গ্রামে। বৃহস্পতিবার ধৃতকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে তার ৪ দিনের পুলিশ হেফাজত হয়। গত বুধবার বাঁকুড়ার
কাটজুড়িডাঙ্গার বাসিন্দা রাজকুমার দে সরকার সাঁতুড়ি থানায় একটি চুরির অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগ পত্রে লেখেন, সাঁতুড়ি থানা এলাকার আমড়ি গ্রামে তার একটি পাথর ভাঙার ক্রেশার মেসিন আছে।সেখানে মঙ্গলবার রাতে কেউ বা কারা তার বৈদ্যুতিন মোটর চুরি করে নিয়ে যায়। এই অভিযোগের প্রেক্ষিতেই চুরির মামলা রুজু করে সাঁতুড়ি থানার পুলিশ ।

Post Comment