দেবীলাল মাহাতো, আড়শা:
গ্রামে কোন লক্ষ্মী পুজো ছিলো না। তাই ভালো আমন ধানের আশায় পুজো শুরু হয় আড়শা ব্লকের তুম্বা-ঝালদা গ্রামে। এই পুজো এবার ৫ বছরে পা দিয়েছে। ফি বছরই এই পুজোকে ঘিরে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আর সেই অনুষ্ঠানকে ঘিরে উৎসবে মাতেন ওই এলাকার মানুষজন।
এই মণ্ডপে বুধবার রাতেই পুজো হয়। পুজোকে ঘিরে রাত জাগেন এলাকার মানুষজন। এই গ্রামে ২টি দুর্গা পুজো হয়ে থাকে। সেখানে নিয়ম মেনে লক্ষ্মী পুজো হলেও গ্রামে আলাদা মণ্ডপ করে লক্ষ্মী পুজো হতো না। গ্রামের কয়েকজন যুবক ভালো আমন ধানের আশায় এই পুজো শুরু করতে উদ্যোগী হন। ওই পুজো কমিটির অন্যতম কর্মকর্তা নির্মল সহিস বলেন, ” এবারের পুজো আমাদের ৫ বছরে পড়েছে। গ্রামে কোন পুজো ছিলো না। তাই আমরা সবাই মিলে আমন ধানের ভালো ফলনের আশায় কোজাগরি লক্ষ্মী পুজো শুরু করি। পুজোকে ঘিরে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করি।” সাংস্কৃতিক কার্যক্রমের সঙ্গে মোমবাতি জ্বালানো, মিউজিকাল চেয়ার হাঁড়ি ভাঙা-র মতো প্রতিযোগিতা হয়। যাকে ঘিরে ব্যাপক উন্মাদনা থাকে।
Post Comment