insta logo
Loading ...
×

কার্নিভালে রঙিন শহর, শেষবেলায় শোকের ছায়া

কার্নিভালে রঙিন শহর, শেষবেলায় শোকের ছায়া

পুরুলিয়া মিরর ডিজিটাল ডেস্ক:

নিরঞ্জনের পূর্বে মাতৃপ্রতিমা নিয়ে পুরুলিয়ায় জমল পুজো কার্নিভাল। সোমবার বিকাল সাড়ে চারটা থেকে জমজমাট পুরুলিয়া শহর। মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশন থেকে প্রতিমা নিয়ে শোভাযাত্রায় সামিল পুজো কমিটিগুলি। শহরের ট্যাক্সি স্ট্যান্ডে হলো কার্নিভাল। মূল মঞ্চ ছিল সেখানেই। উৎসব ঘিরে নিরাপত্তা ছিল আটোসাঁটো। বিভিন্ন লোক আঙ্গিক ছৌ, ঝুমুর, নাটুয়া, টুসু, ভাদু, বাহা করমের প্রায় ৬০০ জন লোকশিল্পী এই উৎসবে শামিল হলেন। জানালেন জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক সিদ্ধার্থ চক্রবর্তী। পুজোয় শান্তির বার্তা উপস্থিত করেছিল কোনও পূজা কমিটি তো কারও থিমে ছিল সবুজায়ন, পরিবেশকে বাঁচানোর বার্তা। জেলা পুলিশের চারস্তরীয় নিরাপত্তা বলয় ঘিরে রেখেছিল কার্নিভাল। ছিল সিসিটিভিতে নজরদারি। সেইসঙ্গে উইনার্স টিম, পিঙ্ক বাহিনীও ছিল মোতায়েন। শেষবেলায় রঙিন উৎসবের পুরুলিয়া শহরকে ঢেকে দিল জেলিয়াপাড়া ধীবর সমিতির দুর্গাপূজার মর্মান্তিক দুর্ঘটনার ছায়া। সেখানে আজ ঐতিহ্যবাহী আতশবাজি প্রদর্শনী দেখতে গিয়ে ছাদের কার্নিশ ভেঙে মৃত্যু হলো দুজনের। আহত হলেন অনেকে।

দেখুন ভিডিও

Post Comment