নিজস্ব প্রতিনিধি, মানবাজার : জাত গোখরো উদ্ধার মানবাজারের গ্রামে। গতকাল রাত্রে ঘটনাটি ঘটেছে মানবাজারের চাল্লা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে রাত্রি ন’টা নাগাদ একজনের বাড়িতে দেখা যায় সেই অত্যন্ত বিষধর কোবরা বা গোখরো সাপটিকে। পুরুলিয়ার গ্রামাঞ্চলে যা খরিশ নামে পরিচিত। খবর যায় সিন্দুরপুর বিটে। সাপটিকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।
Post Comment